সাগরে ব্লকের নিলাম: অনুসন্ধানের জন্য টেন্ডার ছাড়বে সরকার

437

Published on সেপ্টেম্বর 8, 2014
  • Details Image

আশা করা হচ্ছে সাতটি ব্লক নিলামে উঠবে- যার প্রতিটির ব্যাপ্তী এলাকা ১২০০-২০০০মিটার।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রীকে বঙ্গোপসাগরের ব্লকসমূহ থেকে সর্বোৎকৃষ্ট উপায়ে তেল ও গ্যাস আহরণের নতুন নিলাম জারির পরামর্শ দেবার পর পরই নিলামের ঘোষণা দেয়া হয়।
এই ব্লকগুলোতে তেল ও গ্যাস পাবার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, “এই ব্লকগুলো মায়ানমারের ব্লকগুলোর নিকটবর্তী এবং তারা ইতোমধ্যেই নিলামে গিয়েছে আর তারা সেখানে তেল ও গ্যাস পাবার সম্ভাবনাও খুঁজে পেয়েছে”।
আগামী পাঁচ বছরে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের জনগণ তাদের জীবনযাত্রায় অভূতপূর্ব পরিবর্তন উপভোগ করতে যাচ্ছে, কারণ এই এলাকাগুলোতে ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসছে, মন্ত্রী আরো জানান।
আরো পাঁচটি দেশ এখানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে বলে মন্ত্রী জানান।
বিপু বলেন যে, সরকার গৃহস্থালি ব্যবহার চাহিদার জন্য তরলায়িত প্রাকৃতিক গ্যাস প্লান্ট স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে।
“প্রয়োজনে আমরা এতে ভর্তূকি দেবো যাতে সবার সামর্থ্যে কুলায়”
তিনি আরও বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং প্রাইভেট কোম্পানিগুলো তরলায়িত পেট্রোলিয়াম গ্যাস (LPG) নির্মান কাজ চালাচ্ছে এবং সেগুলো সম্পন্ন হতে তিন বছরেরও বেশি সময় লাগবে।
ভারতের রেশন মডেলকে অনুসরণ করে সরকারও তরলায়িত পেট্রোলিয়াম গ্যাস বিতরণ করবে।

 

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত