সংক্ষিপ্ত হলেও ঢাকা সফর সফল হয়েছেঃ জাপান সরকারের মুখপাত্র

590

Published on সেপ্টেম্বর 7, 2014
  • Details Image

আজ সকালে শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে নির্বাচিত সাংবাদিকদের সাথে সকালের নাস্তার সময়ে আলাপকালে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র কেনকো শোন বলেন, ‘সংক্ষিপ্ত হলেও এই সফর খুবই সফল ছিল।’

তিনি আরও বলেন, ‘এই সফরের উপর ভিত্তি করে আমরা বহুমাত্রিক অংশীদারিত্বের ভবিষ্যৎ রচনা করব।’

শোন জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রধান মুখপাত্র কুমি শাতো’র বক্তব্যের উল্লেখ করেন। তিনি বলেছিলেন, জাপান বৃহত্তর পরিসরে বাংলাদেশে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত হতে চায়। সেই লক্ষ্যেই আবে বিনিয়োগ সম্ভাবনা পর্যালোচনার জন্য তাঁর সঙ্গে ২১ সদস্যের জাপানি উদ্যোক্তা প্রতিনিধিদলকে এনেছিলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন পাশ্চাত্যকে বলতে পারে যে, জি-৭ ভুক্ত একটি দেশ বাংলাদেশের প্রতি আস্থা রেখে বৃহত্তর পরিসরে আসছে।

শাতো বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য এই সফর খুবই তাৎপর্যপূর্ণ।’

শাতো এবং শোন উভয়ই বলেন, ‘কোন কিছুর বিনিময়ে’ বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের প্রার্থীতা প্রত্যাহার করেনি বরং এটা দু’দেশের মধ্যে দীর্ঘ মেয়াদি ও টেকসই বন্ধুত্ব সৃষ্টি করেছে।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, টোকিও বৈদেশিক সম্পর্কের কৌশল ও দেনদরবারের ক্ষেত্রে নিজ দেশের স্বার্থ রক্ষার বিবেচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুবই জ্ঞানী একজন নারী’ হিসেবে বিবেচনা করে।

তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে খুবই যোগ্য নেতা আছেন, তিনি জানেন কিভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত এবং অন্য রাষ্ট্রের সাথে ভারসাম্য রক্ষা করতে হয়।’ এ ক্ষেত্রে তিনি চীনের উদাহরণ দেন।

এই মুখপাত্র বলেন, চীনের খুবই কাছের ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী হওয়ায় বাংলাদেশের উচিত বেইজিং- এর সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো।

তিনি বলেন, ‘চীনের সাথে আমাদের (জাপান) বেশকিছু সমস্যা আছে, তারপরেও সেখানে আমাদের বিপুল বিনিয়োগ রয়েছে।’

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাক্ষাতের উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ছিল একটি সৌজন্য সাক্ষাৎ এবং তাঁরা দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে কথা বলেছেন এবং সেখানে বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতি নিয়ে খুব বেশি কথা হয়নি’।

বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্কের কথা উল্লেখ করে মুখপাত্র শোনে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমাদের (জাপান) চমৎকার সম্পর্ক রয়েছে এবং আমরা আপনাদের অভ্যন্তরীন রাজনীতির গভীরে যাচ্ছি না।’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদের নির্বাচনে জাপানের সমর্থনে বাংলাদেশের প্রার্থীতা প্রত্যাহার সম্পর্কে মুখপাত্র বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইস্যুটি জাপানের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’ তিনি জানান, জাতিসংঘ সনদের সংশোধনের মাধ্যমে জাপান নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চেষ্টা চালাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে টোকিও ২০১৫ অর্থবছর থেকে পরবর্তী চার থেকে পাঁচ বছরে বাংলাদেশকে পাঁচ দশমিক ৭১ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা করার অঙ্গীকার করে।

অন্যদিকে, গতকালের শীর্ষ বৈঠকে দুই নেতা জাপানের ‘বিগ-বি’ তথা ‘বে অব বেঙ্গল গ্রোথ বেল্ট ইনিশিয়েটিভ’ এগিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত হন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত