461
Published on সেপ্টেম্বর 6, 2014প্রধানমন্ত্রী আজ এখানে তাঁর কার্যালয়ে জাপানী ব্যবসায়ী প্রতিনিধিদলের উদ্দেশে ভাষণকালে এ আহবান জানান। তিনি বলেন, ‘আমরা অটোমোবাইলস ও মাইক্রোপ্রসেসরের মতো হাইটেক ম্যানুফ্যাকচারিং খাতে জাপানের বিনিয়োগ প্রত্যাশা করি। আমরা অবকাঠামো প্রকল্প নির্মাণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) নীতিও গ্রহণ করেছি।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কেবল জাপানী বিনিয়োগকারীদের জন্য একটি একান্ত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য কাজ করছে। তিনি বলেন, ‘বাংলাদেশে বস্ত্র, চামড়া, পেট্রো-ক্যামিকেল, ফার্মাসিউটিক্যাল, জাহাজ নির্মাণ, কৃষিভিত্তিক শিল্প, হালকা শিল্প এবং ইলেকট্রোনিক, টেলিযোগাযোগ ও আইটি’র মতো বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।’
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-জাপান ‘সরকারি বেসরকারি অর্থনৈতিক সংলাপে’ বাংলাদেশে জাপানী বিনিয়োগ ত্বরান্বিত করায় বিভিন্ন সুপারিশ পেশ করা হয়েছে।
তিনি বলেন, ‘জাপানের শিল্পপতিরা আমাদের বিনিয়োগ সুবিধাদির পূর্ণ সুযোগ কাজে লাগাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
জাপানে তাঁর সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী শিনজো এ্যাবের সঙ্গে বৈঠকককালে উভয় পক্ষ দু’দেশের মধ্যে ব্যাপকভিত্তিক অংশীদারিত্ব এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়। অন্যান্য বিষয়ের মধ্যে ব্যাপক ভিত্তিক অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলা এ অংশীদারিত্বের লক্ষ্য এবং বেসরকারি খাত এ ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী ব্যাপকভিত্তিক বিনিয়োগ ও বাণিজ্যের জন্য বাংলাদেশকে সম্ভাব্য গন্তব্য হিসেবে বিবেচনা করায় জাপানী ব্যবসায়ী প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন যে, বাজার অর্থনীতি কাঠামোর আওতায় বাংলাদেশ জিপিপি’র আকার ও বিদেশী মুদ্রা মজুদ উভয় বিবেচনায় বিশ্বের প্রথম ৪৪টি দেশের মধ্যে অন্যতম।
শেখ হাসিনা বলেন, প্রায় ১৬ কোটির লোকের এই দেশে দ্রুত বর্ধনশীল একটি মধ্যবিত্ত শ্রেণী রয়েছে এবং ভোগ্যপণ্য ও সেবার চহিদা দ্রুত বাড়ছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে তুলনামূলকভাবে কম মজুরির যুব ও পরিশ্রমী শ্রমশক্তি রয়েছে। বাংলাদেশে বিদেশী বিনিয়োগকে আইন দ্বারা নিরাপদ করা হয়েছে। এই আইনে স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে কোনো বৈষম্য রাখা হয়নি।
তিনি আরো বলেন, বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সুবিধাদির সঙ্গে পরিচিত হওয়ার জন্য জাপানের বেসরকারি খাতের বিনিয়োগকারীদের এদেশ সফরকে স্বাগত জানানো হবে।
শেখ হাসিনা বলেন, ‘আসুন, এশিয়ার দু’দেশের জনগণের আশা-আকাংখা পূরণে আমরা শান্তিপূর্ণ, প্রগতিশীল ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার জন্য কাজ করি।’
এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো এ্যাবে ব্যবসায়ী প্রতিনিধিদলকে পরিচয় করিয়ে দেন।
তিনি সংক্ষিপ্ত পরিচিতিমূলক বক্তব্য রাখার পর জাপানের ১০ জন ব্যবসায় নেতা বক্তৃতা করেন।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)