স্কুল ব্যাংকিং সুবিধা: স্কুল ব্যাংকিং জয় করলো শিক্ষার্থীদের হৃদয়

577

Published on সেপ্টেম্বর 3, 2014
  • Details Image

বাংলাদেশ ব্যাংক ২০১০ থেকে এই উদ্যোগের সূচনা ঘটায়। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংককে নির্দেশ দিয়েছে যাতে তারা স্কুল ব্যাংকিং শাখা খুলে, যার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে ব্যাংকিং পদ্ধতির মধ্যে নিয়ে আসার মাধ্যমে তাদেরকে সঞ্চয়ী হিসেবে অভ্যাস গড়ে তোলা সম্ভব হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও তারা অবদান রাখতে পারবে।

যেসব ব্যাংকে এই সেবাটি বিদ্যমান সেখানে ৬ থেকে ১৮ বছর বয়সী যেকোনো শিক্ষার্থী এধরনের অ্যাকাউন্ট খুলতে পারবে। নিজের এবং অভিভাবকের তিনটি ছবি জমা দিয়ে খুব সহজেই এই অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে। মূলত এটি শিক্ষার্থী এবং অভিভাবকের যুগ্ম অ্যাকাউন্ট হবে।

এই বিনিয়োগে সকলকে উৎসাহী করতে ফি ও চার্জ মওকুফ, বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং, ন্যূনতম সঞ্চিতি ছাড়াই অ্যাকাউন্ট খুলতে পারা, স্বল্পমূল্যে ডেবিট কার্ড প্রদান প্রভৃতি সুবিধা দেয়া হচ্ছে।

অর্থনৈতিক জ্ঞান অল্প থাকায় বিশেষ করে গ্রামের গৃহবধূরা অনেক আগে থেকেই ব্যাংকিং সেবা গ্রহণে অনীহ ছিল। কিন্তু এই প্রকল্পটি নতুন যুগের সূচনা করেছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত