সফল দ্বিপাক্ষিক আলোচনা: মায়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনে অঙ্গীকার, ঢাকা অনিবন্ধিত রোহিঙ্গাদের নিবন্ধন করবে

505

Published on সেপ্টেম্বর 2, 2014
  • Details Image

সিদ্ধান্তটি এসেছে একটি সফল আলোচনা থেকে, ফরেন অফিস কনসাল্টেশনস (এফওসি) এর ৮ম রাউন্ডের যে বৈঠক অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে।

সকল রোহিঙ্গা যাতে তাদের দেশে ফিরে যেতে পারে, সরকার তাই একটি পুঙ্খানুপুঙ্খ জরিপ চালাবে অনিবন্ধিত মায়ানমারের নাগরিকদের উপর। দুই দেশের সম্পর্ক আরো মজবুত করবে এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি।

প্রাথমিকভাবে, মায়ানমার ৩২,০০০ তাদের নাগরিকদের মধ্য থেকে ২,৪১৫ জনকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে, যাদেরকে ইতোমধ্যেই তাদের দেশের কর্তৃপক্ষ তাদের নাগরিক হিসেবে সনাক্ত করেছে বলে মিডিয়ার রিপোর্ট থেকে জানা গেছে।

সরকারি অনুমিত হিসেবে প্রায় ২,৫০,৮৭৭ জন রোহিঙ্গা ১৯৯১ সালে সে দেশের সামরিক জান্তার নিপীড়ণের ফলে বাংলাদেশে পালিয়ে এসেছিল। তাদের মধ্যে, ২০০৫ সাল পর্যন্ত ২,৩৬,৫৯৯ জন ইউএনএইচসিআর এর ত্ত্ত্বাবধানে বাংলাদেশ ও মায়ানমারের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে প্রত্যাবাসিত হয়েছে। কিন্তু প্রক্রিয়াটি থেমে যায় সেবছরে ৯২ জনের একটি রোহিঙ্গা দলকে আবার ফেরৎ পাঠালে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত