503
Published on আগস্ট 26, 2014
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এএইচ এম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ২৭০.৬১ কোটি টাকা ব্যয় হবে।
তিনি বলেন, প্রকল্প ব্যয়ের সবটাই পাওয়া যাবে জাতীয় কোষাগার থেকে। তিনি বলেন, প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে কোন প্রকার হয়রানি ছাড়া ভূমি মালিককে তার ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করা। এই প্রকল্পের অধীনে ভূমি জরিপ, রেকর্ড তৈরি এবং ডিজিটালাইজড ব্যবস্থায় ভূমি সংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ করা। প্রকল্পের অধীনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৫৫টি জেলায় রেকর্ড রুমে ৪,৫৮,৪৩,৪০৪ খতিয়ান (সিএস, এসএ এবং আরএস) রেকর্ড রুমে রাখা হবে।
ভূমি মন্ত্রণালয় আগামী জুন মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে আগ্রহী। একনেক সভায় সাইনবোর্ড- মোরেলগঞ্জ- রায়েন্দা-শরণখোলা-বগি রোড প্রকল্পও রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ ১২৩.৪৮ কোটি টাকা ব্যয়ে ২০১৬ সালের জুনের মধ্যে ৫২.১৫ কিলোমিটার সড়ক প্রকল্প বাস্তবায়ন করবে।
এছাড়া আজ একনেক বৈঠকে ৫৪.৩৫ কোটি টাকা ব্যয়ে ৪০ ফিট লম্বা এয়ার ব্রেথিং এন্ড গ্যাস ফায়ার্ড ফায়ার ফাইটিং ট্রেনিং গ্যালারী ও অগ্নি নির্বাপণ উদ্ধার যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প অনুমোদন করা হয়।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ ২০১৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
-বাসস
ছবিঃ ইয়াসিন কবির জয়