নদীতীর রক্ষা ও সেচ ব্যবস্থার উন্নয়নে ১১ কোটি ডলার ঋণ দেবে এডিবি

481

Published on আগস্ট 19, 2014
  • Details Image

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও বাংলাদেশে এডিবির প্রতিনিধি কাজুহিকো হিগুচি বৃহস্পতিবার দুটি চুক্তিতে সেই করেন।

এর মধ্যে কৃষি উৎপান বাড়াতে একটি চুক্তির আওতায় ৪ কোটি ৬০ লাখ ডলার দেবে ম্যানিলা ভিত্তিক ঋণদাতা সংস্থাটি। আর অন্য চুক্তির আওতায় নদীতীর রক্ষা ও ভূমিক্ষয় প্রতিরোধে বাংলাদেশ পাবে সাড়ে ৬ কোটি ডলার।

চুক্তি অনুযায়ী, ২৫ বছর মেয়াদী এই ঋণের জন্য লন্ডন আন্তব্যাংক সুদহার (লাইবর) অনুসারে সুদ দিতে হবে বাংলাদেশকে।

পুরো মেয়াদের মধ্যে ‘গ্রেস পিরিয়ড’ ধরা হয়েছে পাঁচ বছর। অর্থাৎ, চুক্তির পর প্রথম পাঁচ বছর ঋণের ওপর কোনো সুদ দিতে হবে না।

বাংলাদেশ সরকারের ‘ফ্লাড অ্যান্ড রিভারব্যাংক ইরোসন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্পে এডিবির প্রতিশ্রুত ২৫ কোটি ৫০ লাখ ডলারের অংশ হিসাবে এই অর্থ পাবে বাংলাদেশ।

এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ ও নদীর তীর সংরক্ষণের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে।

-বিডিনিউজ২৪.কম

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত