3019
Published on আগস্ট 16, 2014সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস (আইইপি) 'বিশ্ব শান্তি সূচক (জিপিআই)-২০১৪' শীর্ষক এক প্রতিবেদন (প্রতিবেদনটি দেখতে পাশের ছবিতে ক্লিক করুন) প্রকাশ করে।
দ্য ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস (আইইপি) এর ওয়েবসাইটে পাওয়া প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের ১৬২টি দেশের মধ্যে বাংলাদেশে মধ্যমানের শান্তি বিরাজ করছে। আর শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান ৯৮তম। স্কোর পেয়েছে ২.১০৬ ভাগ। ভুটান ১.৪২২ স্কোর পেয়ে সূচকে ১৬তম স্থান দখল করেছে। নেপালের অবস্থান ৭৬তম যার স্কোর ১.৯৮৯ ভাগ। ভারতের অবস্থান ১৪৩তম এবং স্কোর ২.৫৭১ ভাগ। আফগানিস্তান আছে ১৬১তম অবস্থানে যার স্কোর ৩.৪১৬ ভাগ। পাকিস্তান ১৫৪তম অবস্থানে এবং স্কোর ৩.১০৭।
শান্তি সূচককে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। এগুলো হলো খুবই উচ্চমানের, উচ্চমানের, নিম্নমানের, খুবই নিম্নমানের এবং আরেকটি হলো সূচকের অন্তর্ভুক্ত না হওয়া। শান্তিতে শ্রেণীগত দিক থেকে ভুটানের অবস্থান খুবই উচ্চমানের, ভারতের নিম্নমানের এবং পাকিস্তানের খুবই নিম্নমানের। শ্রীলঙ্কার অবস্থান ১০৫। মালদ্বীপ এই সূচকের অন্তর্ভুক্ত হয়নি। প্রথম আইসল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ডেনমার্ক ও অস্ট্রিয়া। সূচক পরিমাপের ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, নিরাপত্তা, সামরিকীকরণ এবং সামাজিক নিরাপত্তাসহ ২২টি সূচককে পরিমাপ করা হয়।