গনিত অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন

624

Published on জুলাই 15, 2014
  • Details Image

এ ছাড়া দলের অন্য চার সদস্য সিরাজগঞ্জের বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আখতার ওরফে তূর্য, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের আসিফ-ই-এলাহী, ময়মনসিংহ জিলা স্কুলের মো. সানজিদ আনোয়ার ও রাজশাহী কলেজের মুতাসিম ওরফে মিম পেয়েছে সম্মানজনক স্বীকৃতি।

বাংলাদেশ দলের নূর মোহাম্মদ শফিউল্লাহ ২২ নম্বর, আদিব হাসান ১৬, সানজিদ আনোয়ার ১৪, আসিফ-ই-এলাহী ১৪, সাজিদ আখতার ১০ ও মুতাসিম ৮ নম্বর পেয়েছে। বাংলাদেশের মোট ৮৪ নম্বর। এটিই এখন পর্যন্ত বাংলাদেশ দলের দলীয় সর্বোচ্চ নম্বর।

বাংলাদেশ সময় ১২ই জুলাই ভোর রাতে আইএমও বিচারকদের চূড়ান্ত সভায় পদক নির্ধারণের পর বাংলাদেশের এই ফলাফল নিশ্চিত হয়েছে। ফলাফল সম্পর্কে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘দলের সবাইকে শুভেচ্ছা। এবার আমরা দলীয়ভাবে আইএমওতে ১০ বছরের সবচেয়ে ভালো ফলাফল করেছি। রৌপ্য পদকটা আমাদের প্রত্যাশিত ছিল। দলের নতুন সদস্যরা ভালো করেছে। আশা করি, তারা সামনে আরও ভালো করবে।’

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমি এই খবরটা শুনে খুবই খুশি হয়েছি। দলের সবাইকে আমার অভিনন্দন ও ভালোবাসা। এ ছাড়া গণিত অলিম্পিয়াড আয়োজনে যারা সহযোগিতা করে তাদের প্রতি কৃতজ্ঞতা।’

ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ গণিত দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই ফলাফল দেশের জন্য অনেক সম্মানের। আশা করি, সামনে আরও ভালো করবে এবং আমাদের শিক্ষার্থীরা স্বর্ণ পদক নিয়ে আসবে।’

বাংলাদেশে দলের দলনেতা ও কোচ মাহবুব মজুমদার বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের আরও ভালো করার সুযোগ রয়েছে। কঠোর পরিশ্রমের অভাবে তাদের ফল ভালো হচ্ছে না।’ তিনি ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও নিষ্ঠার সঙ্গে অনুশীলন করবে বলে আশা প্রকাশ করেছেন।

এবারের আইএমওতে ১০১টি দেশের ৫৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৫০৪ জন এবং নারী শিক্ষার্থী ৫৬ জন। মোট স্বর্ণ পদক পেয়েছে ৪৯ জন, রৌপ্য পদক পেয়েছে ১১৩ জন ও ব্রোঞ্জ পদক পেয়েছে ১৩৩ জন। এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ১৫১ জন। আইএমওতে মোট ৪২ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত