ইন্টারনেটের দাম কমাতে ও গতি বাড়াতে প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করা হবেঃ জয়

461

Published on জুলাই 14, 2014
  • Details Image

আমি নিজেও বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার করি। আমার অভিজ্ঞতা হয়েছে। ইন্টারনেটের গতি অনেক কম। দেশের মানুষের কাছে 'সহজলভ্য ও মানসম্পন্ন' ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গতকাল সোমবার দুপুরে গণভবনে ইন্টারনেট প্রোভাইডার মালিকদের সাথে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার একটি ফেইসবুক পেজ আছে। সেখানে অনেক ফ্যান আছে। তারা ইন্টারনেটের দাম কমানো ও গতি বাড়ানোর ব্যবস্থা নিতে আমার কাছে বিভিন্ন সময় দাবি করে আসছে। এ জন্য ইন্টারনেট কমিউনিটি প্রোভাইডারদের সাথে বৈঠক করছি। তাদের কথা শুনে একত্র হয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

জয় বলেন, আমি যখন বাংলাদেশ সফর করি দেশে তখন আমি সবসময়ই চেক করি ইন্টারনেট কানেকশন কোথায় আছে, কি গতি আছে, কি কোয়ালিটি আছে। আমার নিজেরও এটা অভিজ্ঞতা হয়েছে যে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইন্টারনেট কানেকশনের গতিতে বা কোয়ালিটিতে বাধা আছে। সেবার মান বাড়াতে প্রয়োজনে নীতি পরিবর্তন করতে হবে।

সজীব ওয়াজেদ জয় বলেন, সরকার ইউনিয়ন পরিষদ পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে। দেশের বাইরে বিভিন্ন দেশে গেলে ইন্টারনেটের যে গতি দেখি, তার তুলনায় বাংলাদেশের অবস্থা দুর্বল। যত দ্রুত সম্ভব এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব আবু বকর সিদ্দিকসহ বাংলাদেশে ইন্টারনেট সরবরাহকারী সব প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত