553
Published on জুলাই 2, 2014সংস্থাটি বলেছে, দারিদ্র্য দূর করতে প্রকল্পগুলো বাস্তবায়ন করে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
‘বাংলাদেশে আইএমএফ-এর অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে আমরা খুবই সন্তুষ্ট। এর ফলে আইএমএফ বাংলাদেশে ঋণ প্রদানের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে’- সফররত আইএমএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক নাওইউকি শিনোহারা আজ এ কথা বলেন।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎকালে আইএমএফ কর্মকর্তা এ কথা জানান।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রী ও আইএমএফ’র কর্মকর্তা উভয়ে বাংলাদেশে সংস্থাটির অর্থায়নে পরিচালিত প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
শিনোহারা বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য ভাল পরিবেশ রয়েছে।
প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের প্রশংসা করে আইএমএফ কর্মকর্তা বলেছেন, দারিদ্র্য দূর করার প্রকল্প বাস্তবায়নের কারণে বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণেই।
বাংলাদেশে উন্নয়নের সূচকগুলো উর্ধ্বমুখী এবং ভালো অবস্থায় এটা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা সমাজের দুর্বল অংশের উন্নয়ন নিশ্চিত করেছে।’
তিনি ব্যাংকিং খাতের আরও নিবিড় পর্যবেক্ষনের উপর গূরুত্বারোপ করেন।
বৈঠককালে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতার জন্য আইএমএফ’কে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আইএমএফ- এর আরও আর্থিক সহায়তা কামনা করেন।
তাঁর সরকার দেশ ও জনগনের তথা দেশবাসির উন্নয়নের জন্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার তাদের কল্যানের লক্ষ্যে কাজ করছে এবং প্রয়োজনীয় সবকিছু করবে।
তিনি বলেন, সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে তাঁর সরকার শুধু দেশের শহর এলাকায়ই নয়, গ্রামাঞ্চলেও উন্নয়ন কাজ করছে।
এক্ষেত্রে তাঁর সরকার ইতিমধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে এবং দারিদ্র বিমোচন সহ অন্যান্য সূচকগুলোতে সাফল্য লাভ করেছে।
বাংলাদেশে বেসরকারি খাতের শক্তিশালী অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্র্র্র্রী বলেন, ১৯৯৬ সালে তাঁর সরকর বেসরকারি খাতকে শক্তিশালী ও বিকাশে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, “বেসরকারি খাত বর্তমানে দেশে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখছে।”
এ্যাম্বাসেডর-এ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ এবং অর্থ সচিব ফজলে কবির এসময় উপস্থিত ছিলেন।