499
Published on জুন 25, 2014শেখ হাসিনা বলেন, যখনই সময় পান তখনই তিনি বই পড়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘বই পড়তে না পারলে আমার মন খারাপ হয়ে যায়। তাই বই পড়তেই হয়।’
তিনি আরো বলেন, ‘বয়স হলেও যখনই সময় পাই আমি বই পড়ি। অবসর সময়ে বই পড়ার জন্য সময় বের করে নিই। যদিও তখন আমাকে ফাইল পড়তে ও সই করতে হয়।’
প্রধানমন্ত্রী আজ বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কেন্দ্রে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। এ সময় শেখ হাসিনা শিশুকাল থেকে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, তিনি সব সময় তাঁর সন্তানদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করতেন। তিনি বলেন, ‘আমি সব সময়ই একটি বই নিয়ে বিছানায় যাই।’
শেখ হাসিনা বলেন, যখন দেখেন তাঁর নাতি-নাতনীরা বই নিয়ে সময় কাটাচ্ছে তখন তাঁর খুব ভালো লাগে। তিনি বলেন, ‘সন্ধ্যায় যখন আমি অবসরে থাকি তখন হয় আমি আমার নাতি-নাতনীদের বই পড়ে শোনাই অথবা তারা আমাকে বই পড়ে শোনায়।’
‘তারা এভাবে বই পড়তে পড়তে প্রায়ই মুখস্ত করে ফেলে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিশুরা আমাদের চেয়ে বেশি মেধাবী।
তিনি বলেন, তাঁর সরকার বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের মেধা বিকাশে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমাদের এই উদ্যোগের ফসল হচ্ছে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন তৈরি এবং সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার প্রবর্তন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বক্তব্য রাখেন শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। এছাড়া ১২ জন সেরা মেধাবীর মধ্য থেকে অদিতি বড়–য়া এবং আল-মুহিত মুহতাদি তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।