545
Published on জুন 23, 2014সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনা। দু’দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার মাধ্যমে এই প্রথম সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ ওষুধ রপ্তানি করতে যাচ্ছে।
বাংলাদেশের ওষুধ শিল্প বিকাশে এ ঘটনাকে বড় ধরনের উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে স্বাস্থ্যমন্ত্রী এসময় শতভাগ আন্তর্জাতিক মান সম্পন্ন ওষুধ শ্রীলংকায় রপ্তানি করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে এটা একটা ঐতিহাসিক ঘটনা। ইতোমধ্যে শ্রীলংকা বাংলাদেশ থেকে ৫২৫ ধরনের ওষুধ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।
মন্ত্রী বলেন, শ্রীলংকায় যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ রপ্তানি করা যায় সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় শিগগিরই একটি কমিটি গঠন করবে। এছাড়া এই কমিটি ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণ করবে। শ্রীলংকার সাথে এমওইউ হওয়ায় বন্ধুপ্রতীম দেশটির সাথে সম্পর্ক যেমন আরো জোরদার হবে তেমনি ওষুধ শিল্পের ক্ষেত্রে সম্ভাবনার দ্বারও উন্মোচন হবে। শ্রীলংকার চাহিদা অনুযায়ী ওষুধ রপ্তানি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশের ওষুধ আজ সারা বিশ্বে সমাদৃত। ইউরোপসহ প্রায় ৯০টি দেশে বাংলাদেশ ওষুধ রপ্তানী করে। এই শিল্পকে আরো সমৃদ্ধ করার জন্য সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে যার সুফল অচিরেই পাওয়া যাবে।
এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ ঔষধ শিল্প মালিক সমিতির মহাসচিব আব্দুল মুক্তাদির চৌধুরী, শ্রীলংকার স্বাস্থ্য সেবা পরিচালক পি. জি. মাহিপালা. স্টেট ফার্মাসিউটিক্যাল কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আর এল ধর্মথিলেকেসহ উভয় দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রী সচিবালয়ে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে উভয় দেশের মন্ত্রী দুই দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা দক্ষিণ এশীয় অঞ্চলের গরীব জনগণের জন্য সহজে ও কম খরচে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আগামীতেও এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় বাংলাদেশের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ঔষধ শিল্পকে আন্তর্জাতিক মানসম্পন্ন আখ্যায়িত করে সেদেশে ঔষধের বিপুল চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে ঔষধ আমদানীর ব্যবস্থা দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশের মন্ত্রীকে অনুরোধ করেন।