গ্রামীন জীবনে স্বচ্ছলতা নিয়ে এসেছে ইউআইএসসিঃ উদ্যোক্তাদের আয় ১৩৮ কোটি টাকা

576

Published on জুন 21, 2014
  • Details Image

এ পর্যন্ত সাড়ে ১১ কোটি (৭ কোটি অনলাইন জন্ম-নিবন্ধনসহ) সেবা প্রদানের মাধ্যমে ইউআইএসসি উদ্যোক্তারা ১৩৮ কোটি টাকার বেশি উপার্জন করেছেন। সাধারণ মানুষকে সেবা প্রদান ছাড়াও এসব কেন্দ্রর মাধ্যমে ৪ হাজার ৫১৬ জন নারীসহ মোট ৯ হাজার ৯৪ জনের কর্মসংস্থান হয়েছে।

গ্রামে বসবাসকারী সর্ববৃহৎ জনগোষ্ঠীকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য সেবা প্রদান করতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র চালু করে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকাল গভর্নমেন্ট (এনআইএলজি) এর সমন্বয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় দেশের ৪ হাজার ৫৪৭টি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র চালু করে। এসব ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকে প্রতি মাসে গড়ে ৪০ লাখ মানুষ সেবা নিচ্ছে।

সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া ও বিদেশ গমনেচ্ছু ২০ লাখেরও বেশি শ্রমিক ও পেশাজীবী এবং হংকং সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্য গমনেচ্ছু ৪০ হাজার নারী শ্রমিকের অনলাইন নিবন্ধন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে ।

বর্তমানে ২ হাজার ২৭৩টি কেন্দ্র থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গড়ে ১৫ কোটি টাকার উপরে আদান-প্রদান হচ্ছে। এসব কেন্দ্র থেকে এ পর্যন্ত ৫১ হাজার ৫০জন কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছে।

ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু শাহিন মোল্লা বলেন, ইউনিয়নের প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ এই তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে নিজেদের তথ্য প্রযুক্তি সেবায় আলোকিত করছেন।

তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. সায়েম হোসেন বলেন, প্রতিদিন দেড় থেকে ২শ’ মানুষ তাদের বিভিন্ন কাজে এই কেন্দ্রের সেবা নিতে আসেন। আইটি সম্পর্কিত সকল ধরনের কাজ তারা এখানে করে থাকেন। এখান থেকে যা আয় হয় তাতে স্বাচ্ছন্দে তার সংসার চলে যায়।

সিরাজগঞ্জ উপজেলার কেন্দ্রে ১০ নং সায়দাবাদ ইউনিয়ন পরিষদের তথ্য সেবা নিতে আসা চক মকিমপুর গ্রামের তাঁত শ্রমিক ইদ্রিস আলী বলেন, তার জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র ফটোকপি করাতে তিনি এখানে এসেছেন। সম্প্রতি ঝড়ে তার তাঁত ঘরটি পড়ে গিয়েছে। এটি মেরামত করতে তিনি মানবমুক্তি নামক এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নেবেন। এজন্য তার এসব কাগজপত্র লাগবে।

এ ছাড়াও এসব কেন্দ্রের মাধ্যমে অনলাইনে পল্লী বিদ্যুৎ সংযোগের আবেদন, জমির রেকর্ড পর্চা, দলিলের স্ট্যাম্প বিক্রি, কম্পিউটার প্রশিক্ষণ, মুক্তিযোদ্ধা ডাটাবেজ ও অনলাইনে নিবন্ধনের কাজ, মোবাইলে ফ্ল্যাক্সি লোড, ইন্টারনেট ও ওয়েব সাইট ব্রাউজিং, অনলাইনে আবেদন ফরম পুরন, ভিডিও কল করা, স্ক্যান করা, যাবতীয় ছাপার প্রিন্টিংয়ের কাজ ও বিভিন্ন ডিজাইনের কাজসহ যাবতীয় কাজ করা যায় ।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত