462
Published on জুন 17, 2014ঘোষণায় বলা হয়, ‘বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক সৌহার্দ্যমূলক পরিবেশে দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বিস্তারিত আলোচনা করেছেন। তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও জোরদার করার ব্যাপারে তাঁদের প্রতিশ্র“তি পুনর্ব্যক্ত করেন, যা দু'দেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের গভীর প্রোথিত।
এতে আরও বলা হয়, ‘তাঁরা (দুই প্রধানমন্ত্রী) বাংলাদেশ ও কম্বোডিয়া দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমন্ডলে দৃঢ় ও পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলায় এবং আর্থসামাজিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বৃহত্তর আঞ্চলিক পর্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করায় সন্তোষ প্রকাশ করেন।’
১৭ দফা ঘোষণায় দু'দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি প্রথমবারের মতো কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসায় এবং দু'দেশের মধ্যে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার বিষয়টিকে স্বাগত জানানো হয়।
দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষরিত হয়েছে।
চুক্তিগুলো হলো : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে জয়েন্ট কমিশন গঠন, পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা চুক্তি এবং উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি। এছাড়াও উভয় পক্ষ কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সাক্ষর করেছে।