প্রকল্পের দ্রুত বাস্তবায়নে সম্মতি বাংলাদেশ-জাপানের

583

Published on জুন 16, 2014
  • Details Image

আজ সন্ধ্যায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয় সৌজন্য সাক্ষাতকালে এ ব্যাপারে দু'দেশের মধ্যে ঐকমত্য হয়। জাইকার প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী ও জাইকার প্রধান বাংলাদেশের উন্নয়নে প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন দেখাশুনা করার জন্য দু'দেশের দু’টি দল এক সঙ্গে বসার ব্যাপারেও একমত হন।

জাপানকে বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগের জন্য জাপান সরকার প্রতি আহ্বান জানান।

জবাবে জাইকা প্রধান নবায়নযোগ্য জ্বালানিখাতে বিনিয়োগে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।
বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার।

এ প্রসঙ্গে তিনি স্বাধীনতার পর জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু সেতু নির্মাণে সে সময় টোকিওর সঙ্গে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছিল।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল সোবহান শিকদার এবং ইআরডি সচিব মো. মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফরকালে টোকিও বিভিন্ন প্রকল্পের যথাযথ ও সুষ্ঠু বাস্তবায়নে চলতি বছর থেকে শুরু করে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে বাংলাদেশকে ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার অঙ্গীকার করে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত