461
Published on জুন 3, 2014তিনি বলেন, ‘দোহা বৈঠকের সিদ্ধান্ত কার্যকর করার এটাই সঠিক সময়, এবং বাংলাদেশ এ ব্যাপারে সর্বাত্মক সমর্থন দেবে’।
বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্টো আজেভেদো আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দোহা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে স্বল্পোন্নত দেশগুলোর রপ্তানী বহুলাংশে বৃদ্ধি পাবে এবং এতে মুলত ওইসব দেশের গ্রামের মানুষরাই উপকৃত হবে। তিনি বলেন, ‘এ কারণে আমরা দোহা বৈঠকের সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়ন চাই।’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের এ কথা জানান।
শেখ হাসিনা আরো বলেন, দোহা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উন্নত দেশগুলোর বাজারে স্বল্পোন্নত দেশগুলোর পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশের পথ সুগম হবে।
ডব্লিউটিও’র মহাপরিচালক বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুপ্রেরণা।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে আপনার জোরালো নেতৃত্ব ও বলিষ্ট অবস্থান রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলোর অধিকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ’।
সার্বিক অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সফলতার কথা উল্লেখ করে আজেভেদো বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অর্থনীতিতে অনেক অগ্রগতি করেছে।
বাংলাদেশের নেতৃত্বে স্বল্পোন্নত দেশেগুলোর অর্থনীতিতে অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নতির এ ধারা সমুন্নোত রাখতে হবে’।
ডব্লিউটিও মহাপরিচালক বলেন, গত বছরের ডিসেম্বরে বালিতে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার গুরুত্বপূর্ণ এবং এটা তাদের প্রাপ্য।
আজিভিদো বলেন, শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, ‘আমরা এসব অধিকার আদায়ে সচেষ্ট রয়েছি’।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রি তোফায়েল আহমেদ, এ্যাস্বাসেডর-এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও জেনেভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল হান্নান উপস্থিত ছিলেন।
- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)