দক্ষতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সেনা কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার আহবান প্রধানমন্ত্রীর

670

Published on জুন 1, 2014
  • Details Image

তিনি বলেন, পদন্নোতির ক্ষেত্রে কর্মকর্তাদের নেতৃত্বসুলভ গুণাবলী, জ্যেষ্ঠতা, মুত্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, সততা, শৃঙ্খলা, দৃষ্টিভঙ্গি ও বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সামর্থের ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা সেনানিবাসের সেনাসদরে আর্মি হেডকোয়াটার্স সিলেকশন বোর্ড-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ ও অপছন্দের উর্ধ্বে উঠে যোগ্য সেনা কর্মকর্তাদের পদন্নোতি দেয়ার আহবান জানান।

তিনি বলেন, বাংলাদেশের পবিত্র সংবিধানকে রক্ষা তথা গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার জন্য সশস্ত্র বাহিনীকে যে কোন হুমকি মোকাবিলায় সর্বদা সজাগ ও প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।

অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকি, মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় সশস্ত্র বাহিনীসহ দেশের উন্নয়নে তাঁর সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

সাম্প্রতিক জাপান সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, জাপান সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ৬ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

শেখ হাসিনা বলেন, জাপানের এ আর্থিক সহায়তা বেশ কয়েকটি বড় প্রকল্পে, যেমন- শহর শাসন প্রকল্প, হাওর বন্যা ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়ন প্রকল্প, প্রাকৃতিক গ্যাস দক্ষতা প্রকল্প, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ‘কৃষি উৎপাদনশীল উন্নয়ন ও বৈচিত্রময় অর্থায়ন প্রকল্প’ বাস্তবায়নে ব্যবহার করা হবে।

তিনি বলেন, জাপান এছাড়া কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে ১৩০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনেও সম্মত হয়েছে।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত