বাংলাদেশের ২২ আইটি বিশেষজ্ঞের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ

969

Published on মে 28, 2014
  • Details Image

পরীক্ষায় ৫শ’র মধ্যে স্থানীয় ২২ প্রার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। তাদের আইটি দক্ষতা ও অভিজ্ঞতার জন্য তাদেরকে আন্তর্জাতিক এ স্বীকৃতি দেয়া বলে আজ কম্পিউটার কাউন্সিলে দ্বিতীয় আইটিইই পরীক্ষার অনুমোদিত ফলাফল ঘোষণাকালে বিডি আইটিইসি’র প্রকল্প পরিচালক ড: এসকে আমজাদ হোসেন একথা বলেন।

এই সনদ আইটি পেশাজীবীদের বিশ্বব্যাপী চাকুরী লাভের সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইটিইই মূলত: আইটি পেশাদারদের জন্য জাপানের জাতীয় মানের এক পরীক্ষা। এতে প্রতিবছর ৫ থেকে ৬ লাখ আইটি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রায় ৫শ’ স্থানীয় আইটি পেশাদার ও শিক্ষার্থী দ্বিতীয় আইটিইই পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ২৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, বুয়েটের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একই দিন একই সময়ে অভিন্ন প্রশ্ন পত্রে আইটিপিইসি’র সদস্যভুক্ত দেশ মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মায়ানমান, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভিয়েতনামে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সেমিনেশন সেন্টার (বিডি-আইটিইসি) জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় আইটিইই ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন প্রকল্পের মাধ্যমে এদেশে এ পরীক্ষা চালু করে।

বাংলাদেশ প্রথমবারের মতো এ পরীক্ষায় অংশ নিয়ে ৭ দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। পরবর্তী পরীক্ষা আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে।

-বাংলাদেশ সংবাদ সংস্থা

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত