প্রতিবন্ধীদের কল্যাণে জন্য মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দ দেবে সরকারঃ অর্থমন্ত্রী

462

Published on মে 27, 2014
  • Details Image

তিনি বলেন, তবে প্রতিবন্ধীদের প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রতিবন্ধী নারী ও শিশুদের জন্য পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। গতকাল সোমবার সন্ধ্যায় সচিবালয়ে ‘জাতীয় প্রতিবন্ধী ফোরাম’র সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রাক-বাজেট আলোচনায় ফোরামের আহবায়ক সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু,সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম,শিরীন আখতার, ডা. এনামুর রহমান, ফোরাম সভাপতি সাইদুল হকসহ ফোরামের আওতাভুক্ত বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রাক-বাজেট আলোচনায় ফোরামের পক্ষ থেকে ১৮ দফা প্রস্তাব তুলে ধরা হয় এবং এগুলো বাস্তবায়নে বাজেটে ৯০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। এর মধ্যে প্রতিবন্ধীদের সংখ্যা সঠিকভাবে নিরূপণ, ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো, প্রতিবন্ধীদের জন্য বই ও শিক্ষার উপকরণ সংগ্রহ, ঈশারা ইনস্টিটিউট ও ক্রীড়া কমপ্লেক্স স্থাপানের প্রস্তাব করা হয়। ফোরামের এসব দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীদের জরিপ শেষ হতে আরো ৬ মাস লাগবে।’

প্রতিবন্ধীদের জন্য ক্রীড়া কমপ্লেক্স স্থাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। এটা বাস্তবায়ন করা আমাদের সকলেরই কর্তব্য। ঈশারা ইনস্টিটিউট স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, এটা বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা জানি না। তবে প্রস্তাবটি বিবেচনা করা হবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত