514
Published on মে 26, 2014
বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড নিজ চোখে প্রত্যক্ষ করার জন্য তিনি সম্রাট ও তাঁর সহধর্মিনীকে ভ্রমনের আমন্ত্রণ জানিয়েছেন।
রাজপ্রাসাদে পৌঁছালে সম্রাট আকিহিতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রী ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের কথা স্মরণ করেন। ১৯৭৫ সালে সম্রাট আকিহিতোর যুবরাজ থাকাকালীন সময়ে তাঁর সস্ত্রীক বাংলাদেশ ভ্রমনের কথাও স্মরণ করেন তিনি। গত সরকারের প্রধানমন্ত্রী থাকাকালীন জাপান সফরের স্মৃতিচারন করেন তিনি।
সম্রাট আকিহিতো বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে জানতে চাইলে প্রধানমন্ত্রী আর্থ-সামাজিক খাতের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
জাপানের সম্রাট দারিদ্র্য বিমোচনের জন্য গৃহীত পদ্ধতি ও কৌশলগুলো জানতে আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জন ও কৃষির আধুনিকায়নের জন্য গৃহীত পদক্ষেপগুলোর বিশদভাবে বুঝিয়ে বলেন।
এছাড়াও প্রধানমন্ত্রী ভুমিহীন কৃষকদের ভুমি প্রদান, নামমাত্র সুদে ভুমিহীনদের ঋণদান, বিনামুল্যে স্বাস্থ্যসেবা এবং শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে দরিদ্রদের ক্ষমতায়ন ইত্যাদির জন্য গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।