বিশ্বের খাদ্য সমস্যা সমাধানে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে বাংলাদেশ

582

Published on মে 21, 2014
  • Details Image

এই প্রতিবেদনে সারা বিশ্বে মৎস্য ও জলজ সম্পদের উপযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়েছে। অভ্যন্তরীন মৎস্যসম্পদ উৎপাদনে সারাবিশ্বে বাংলাদেশ চতুর্থ অবস্থানে আছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়াও খামারে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান পঞ্চম।

প্রতিবেদনে বলা হয়, “২০২২ সালের মধ্যে বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত ও চীন এর উৎপাদন হার হবে বিশ্বে সর্বোচ্চ এবং পৃথিবীর মোট মৎস্য উৎপাদনের ৯১ শতাংশই আসবে এশীয় দেশগুলো থেকে।”

এই প্রতিবেদনে টেকসই উৎপাদনের ব্যাপারে সতর্ক হওয়ার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। গবেশকদের মতে মৎস্য শিকারের ঊপর নির্ভরশীল না হয়ে খামারে মৎস্য ও জলজ সম্পদ উৎপাদন বৃদ্ধির উপর জোর দিতে বলা হয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত