491
Published on মে 20, 2014মঙ্গলবার শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেয়া হয়।
এবারের এডিপিতে এককভাবে পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। এ খাতে বহুল আলোচিত ও দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮ হাজার ১০০ কোটি টাকা।
বৈঠকে আগামী অর্থবছরের জন্য এডিপিতে ৭৯ হাজার ৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়। তবে প্রধানমন্ত্রী আরো অতিরিক্ত এক হাজার ২৮৪ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব দেয়ায় এটি বেড়ে দাঁড়ায় ৮০ হাজার ৩১৫ কোটি টাকা। এতে সংস্থা বা করপোশনের নিজস্ব অর্থায়ন মিলে আগামী বাজেটে এডিপিতে সার্বিক বরাদ্দ দাঁড়িয়েছে ৮৬ হাজার কোটি টাকা।
আগামী অর্থবছরের এডিপিতে মোট এক হাজার ১৮৭টি প্রকল্প রয়েছে। এর মধ্যে মধ্যে ৮৭৯টি বিনিয়োগ প্রকল্প, ১৩৪টি কারিগরি সহায়তা প্রকল্প, ২১টি জেডিসিএফ অর্থায়িত প্রকল্প ও ১৫৩টি নিজস্ব অর্থায়নের প্রকল্প।
সভায় আগামী বছর পদ্মা সেতুর জন্য ৮ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। জুন মাসে পদ্মা সেতুর ওয়ার্ক অর্ডার দেয়া হবে। আগামী অর্থ বছর থেকেই মূল সেতুর কাজ শুরু হবে বলে সভায় জানানো হয়।
সুত্রঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)