515
Published on মে 6, 2014বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এই সাফল্য এসেছে অপেক্ষাকৃত নিচুমাত্রার দক্ষতা ব্যবহার করে। যা দারিদ্য বিমোচন ও সামাজিক সংহতি বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া কৃষির আধুনিকায়ন ও মৌলিক মানব সম্পদ উন্নয়নে সরাসরি বিনিয়োগ বৃদ্ধি, প্রাইভেট সেক্টর ও এনজিওদের সহায়ক ভূমিকা এই সাফল্যে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়েছে।
তাছাড়া, কর্মসংস্থানে নারীর ক্ষমতায়ন, রপ্তানি উন্নয়ন, সামাজিক নিরাপত্তাখাতে বরাদ্দ বৃদ্ধি, পোশাক রপ্তানি বৃদ্ধিসহ ভৌত অবকাঠামো খাত বাড়তি গুরুত্ব পেয়েছে প্রতিবেদনটিতে। তৈরি পোশাক শিল্পের জন্য বন্ডেড ওয়ারহাউস, ব্যাক টু ব্যাক এলসি প্রবর্তন, গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচির বাস্তবায়নে নানা সংস্থা গড়ে তোলাসহ রপ্তানিমুখী উৎপাদন চালু রাখার বিষয়টিও প্রাধান্য পেয়ে প্রতিবেদনে।
পুরো প্রতিবেদনটি পেতে এখানে ক্লিক করুন: http://bit.ly/1j5TaUl