নতুন ৩০০০ ধাত্রী নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকারঃ প্রধানমন্ত্রী

463

Published on মে 4, 2014
  • Details Image

নিরাপদ মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় অভূতপূর্ব সাফল্যে জাতিসংঘ বাংলাদেশকে পুরস্কৃত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক চালু করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যার পাশাপাশি ডাক্তার ও নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে। ডিপ্লোমা নার্সদের পদমর্যাদা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে দেয়া বাণীতে এ কথা বলেন।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আগামীকাল আর্ন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত হবে। এবার এ দিবসের প্রতিপাদ্য ‘অতীতের যে কোন সময়ের চেয়ে এখন বিশ্বে ধাত্রীর প্রয়োজন বেশী। বাণীতে প্রধানমন্ত্রী এবারের প্রতিপাদ্যটি বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে প্রশংসা করেন।

তিনি বলেন, মা ও নবজাতককে মানসম্মত সেবাদান এবং মৃত্যুহার রোধে সেবাদানকারীদের যথাযথ প্রশিক্ষণ গ্রহণের বিকল্প নেই। ইতোপূর্বে ২০টি নার্সিং ইনস্টিটিউট ও ৭টি নার্সিং কলেজে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালু হয়েছে। মিডওয়াইফ সার্ভিস শক্তিশালী করতে তিন হাজার পদ সৃজনে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

সুত্রঃ বাসস

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত