স্বাস্থ্য ও শিক্ষায় অধিক বিনিয়োগের জন্য উন্নত বিশ্বের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

532

Published on এপ্রিল 6, 2014
  • Details Image

শাকিল বলেন, বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করতে বর্তমান সরকার জোর দিয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬-২০০১ মেয়াদে তাঁর সরকার ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, বিজ্ঞান শিক্ষায়, বিশেষ করে পদার্থবিজ্ঞানে আগ্রহ তৈরি করতেই তাঁর সরকার এ প্রচেষ্টা নিয়েছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশে আরো বিজ্ঞানের শিক্ষক, বিশেষ করে পদার্থবিজ্ঞান শিক্ষকের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানে সিইআরএনের সহযোগিতা কামনা করেন। শেখ হাসিনা বলেন, দীর্ঘ সময় এ দেশে বিজ্ঞান শিক্ষা ও গবেষণা অবহেলিত ছিল। কিন্তু তাঁর ১৯৯৬-২০০১ মেয়াদের সরকার বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
তিনি বলেন, তাঁর সরকারের বিভিন্ন সময়োপযোগী ও রাষ্ট্রীয় পদক্ষেপের কারণে বিগত ৫ বছরে স্নাতক পর্যায়ে বিজ্ঞানের ছাত্র সংখ্যা ১.১ মিলিয়ন থেকে ২.২ মিলিয়নে বৃদ্ধি পেয়েছে। অধ্যাপক ফলফ ডিয়েটার বিজ্ঞানের ক্ষেত্রে প্রখ্যাত পদার্থবিজ্ঞানী সত্যেন বোস ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার অবদানের কথা স্মরণ করেন।
ফলফ ডিয়েটার হিউর আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা প্রদানের উদ্দেশে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এসময় অন্যান্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, এম্বাসেডর এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত