1273
Published on এপ্রিল 5, 2014
সভায় বলা হয়, কয়েকটি পশ্চিমা দেশসহ বেশকিছু বিদেশী আর্থিক সহায়তাপুষ্ট প্রতিষ্ঠান গভীর ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে। তারা আমাদের দেশকে স্বাধীনতার চেতনা ও মৌলিক নীতিমালা থেকে বিচ্যুত করে সম্পূর্ণ নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। তারা স্বাধীনতা ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সাইবার অপপ্রচার চালাচ্ছে।
সভায় স্বাধীনতা বিরোধীদের সাইবার অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আজ রাতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সূচনা বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি ধর্মের নামে বিকৃতি রাজনীতির বহিঃপ্রকাশ যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান।
সৈয়দ আশরাফ বলেন, সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছে। এ ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারের তরুণ প্রজন্ম যাতে বিভ্রান্ত না হয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
পৃথিবীর বিভিন্ন দেশে ধর্মীয় চরমপন্থীদের কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যতে আমাদেরও হয়তো এসব মোকাবেলা করতে হবে। আমরা যদি মোকাবেলা করতে সক্ষম না হই তাহলে স্বাধীনতাসহ সকল অর্জন ম্লান হয়ে যাবে।
তিনি বলেন, প্রতিষ্ঠিত জাতীয় দৈনিকের ব্লগে ঢুকতে হলে রেজিস্ট্রেশন লাগে। অথচ ইদানিং লক্ষ্য করা যাচ্ছে দেশের বেশির ভাগ বহুল প্রচারিত ইংরেজি ও বাংলা জাতীয় দৈনিকের ওয়েবসাইটে অধিকাংশ ব্লগার মৌলবাদী আর্দশে বিশ্বাসী।
সৈয়দ আশরাফ বলেন, সভায় ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, মে দিবস এবং জাতীয় কবি নজরুল ইসলামের জন্মদিন পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে।
সভায় সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মোহাম্মদ নাসিম, বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ কার্যনির্বাহী সংসদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।