533
Published on মার্চ 26, 2014
‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল ২৭ মার্চ দেশব্যাপী ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ পালন করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এ দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দুর্যোগের নেই দিনক্ষণ, প্রস্তুত থাকব সারাক্ষণ’- অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।’
তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশব্যাপী দুর্যোগ ঝুঁকি হ্রাসের উদ্যোগ গ্রহণ করে ১৯৭২ সালে গঠন করেছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। দেশের উপকূলীয় অঞ্চলে তৈরি করেছিলেন মাটির কিল্লা যা এখন ‘মুজিব কিল্লা’ নামে পরিচিত। এসকল ‘মুজিব কিল্লা’ আজও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় প্রাণিসম্পদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
শেখ হাসিনা বলেন, সকল উন্নয়ন কর্মসূচিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম সম্পৃক্ত করার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল জাতি গঠনে সদা প্রস্তুত। গত পাঁচ বছরে আমরা এখাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি। দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ২০১০-২০১৫ এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০১১ প্রণয়ন করেছি। আমরা দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ২০১০ জারি করেছি।
প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখার জন্য এ সকল আইনের সফল বাস্তবায়নের ওপর গুরুত্ব প্রদান করেন।
তিনি জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৪ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
সুত্রঃ বাসস