617
Published on মার্চ 10, 2014
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বছর সরকারি ও বেসরকারিভাবে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশী হজ পালনে সৌদি আরব যেতে পারবেন। তাদের মধ্যে সরকারিভাবে ১০ হাজার এবং বেসরকারিভাবে ৯১ হাজার ৭৫৮ জন হজ্জ পালন করশে ৎভাপযন।
তিনি বলেন, সরকারিভাবে হজ্জ পালনের দু’টি প্যাকেজ রয়েছে। কোরবানীর খরচ বাদে প্রথম প্যাকেজে ব্যয় হবে ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা ও দ্বিতীয় প্যাকেজে ব্যয় হবে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। আর কোরবানী বাবদ প্রত্যেক হাজীকে পৃথকভাবে ৫০০ সৌদি রিয়াল বা বাংলাদেশী আরো সাড়ে ১০ হাজার টাকা ব্যয় করতে হবে। সরকারি এ প্যাকেজসমূহে থাকা ও খাওয়ার বিষয়টি সৌদি সরকার মনিটরিং করবে।
তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় একজন বাংলাদেশীর হজ পালনে ব্যয় হবে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবার সৌদি সরকার ২০ শতাংশ কম হাজীর হজ পালনের অনুমতি দিচ্ছেন। মক্কার হেরেম শরীফে সংস্কার কাজ করার কারণে সৌদি সরকার এ বছর কোটা নির্ধারণ করেছেন। ফলে গতবারের চেয়ে এবার বাংলাদেশী হজযাত্রীর সংখ্যা কমবে। তবে ২০১৫ সালের পর থেকে আবার অধিক সংখ্যায় বাংলাদেশীরা হজ পালন করতে পারবেন।
তিনি বলেন, চাঁদ দেখা সাপেক্ষে সৌদি সরকার সে দেশের জন্য ঈদ-উল-আজহার তারিখ নিধারণ করেছে ৪ অক্টোবর।
তিনি আরো বলেন, মন্ত্রিসভার আজকের বৈঠকে ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪’, ‘বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪’ ও ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪’ এর খসড়ারও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এতে পার্বত্য জেলা পরিষদগুলোর অন্তবর্তীকালীন পরিষদের প্রতিনিধি সংখ্যা ৫ থেকে ১১ জনে বাড়ানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মো: নাসিমের ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি ও সুইজারল্যান্ড সফরের বিষয় মন্ত্রিসভার এ সভায় অবহিত করা হয়।
বৈঠকে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
সুত্রঃ বাসস