554
Published on মার্চ 3, 2014
আজ বিকালে মায়ানমারের বিরোধী দলীয় নেতা ও সংসদীয় কমিটির চেয়ারপারসন এবং শান্তিতে নোবেল জয়ী অং সান সুচি তার পার্লামেন্ট অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে এসব মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের একথা জানান।
সূচী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিনি দু’জনেই নিজ নিজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন।
মায়ানমারের বিরোধী দলীয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রীর কর্মসূচি তার কাজে অনুপ্রেরণা জোগায়।
এ প্রসঙ্গে তিনি ‘একটি বাড়ি, একটি খামার’ও ‘ঘরে ফেরা’কর্মসূচী এবং মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তি প্রদান কর্মসূচী ‘যে কোন দেশের জন্য অনুকরণীয়’দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হবে বলে উল্লেখ করেন।
এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তাঁর সরকার গ্রামীণ মহিলাদের সঞ্চয় বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছে উল্লেখ করে বলেন, "আমরা গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করার পদক্ষেপ গ্রহণ করেছি।
সূচি বলেন, তিনিও তার নির্বাচনী এলাকায় শিশুদের জন্য ‘সেভিং বক্স’চালু করেছেন, যাতে তারা সঞ্চয়ী হতে শিখে।
এর আগে, মায়ানমারের বিরোধী নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার পার্লামেন্ট ভবনে স্বাগত জানান ও আলিঙ্গন করেন। পরে শেখ হাসিনা তার সফরসঙ্গী ও পরিবারের সদস্যদের সু চি’র সঙ্গে পরিচয় করিয়ে দেন।
পরে প্রধানমন্ত্রী মায়ানমারের স্পিকার শুয়ে মানের সঙ্গে তার দফতরে দু'দেশের গণতন্ত্র শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনা বর্তমানে মায়ানমারের রাজধানী নে পি ত’এ তৃতীয় বিমসটেক সম্মেলন উপলক্ষে দু’দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন।
মায়ানমারের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মায়ানমারের রাষ্ট্রপতি ও তার স্ত্রীর দেয়া নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে অংশগ্রহণ করেন।