602
Published on ফেব্রুয়ারি 26, 2014বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একটি প্রতিনিধিদল গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে এলে তিনি এ কথা বলেন।
সাক্ষাত্কালে এসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন পুঁজি বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি 'এ' ক্যাটাগরির প্রতিষ্ঠান হিসেবে সিকিউরিটি নিয়ন্ত্রকদের বৈশ্বিক মানের স্বীকৃতিদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) তালিকাভুক্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান এবং এসইসি কমিশনার অধ্যাপক হেলাল উদ্দীন নিজামি, এম আমজাদ হোসেন, আরিফ খান ও মো. এ সালাম সিকদার এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান সিকদার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আব্দুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
এসইসি'র চেয়ারম্যানের কাছ থেকে আইওএসসিও সনদ গ্রহণ করে প্রধানমন্ত্রী এসইসি কমিশনারদের সম্মিলিত কাজের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, এসইসি'র জন্য নতুন আইন ও বিধি কার্যকর করা হয়েছে এবং পুরানো আইন সংস্কার করা হয়েছে। 'পুঁজি বাজার সংশ্লিষ্ট সকল সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হয়েছে এবং কমিশন নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে।'