569
Published on ফেব্রুয়ারি 25, 2014
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা এবং কর্মসংস্থান নীতিমালা শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল ইমরান।
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয়হীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং কাজও কাজও শুরু হয়ে গেছে। সুবিধা বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে মূলধারার সাথে নিয়ে আসার জন্যই এ উদ্যোগ নিয়েছে সরকার। দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ এ সরকারের প্রধান লক্ষ্য। এছাড়া, চলমান শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেমন ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে, ঠিক তেমনি প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারকে ক্রমেই শিক্ষামুখী করে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে।
ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্য প্রযুক্তির উন্নয়নে আগামী এক বছরের মধ্যে সারা দেশে থ্রি-জি সংযোগ এবং ২০১৬ সালের মধ্যে দ্বিতীয় সাবমেরিন কেবল সংযুক্ত করা হবে। এছাড়াও, আগামী এক বছরের মধ্যে দেশের ১০০ টি উম্মুক্ত স্থানে বড় পরিসরে ওয়াইফাই সংযোগ প্রদান করা হবে। দেশবাসীর পরামর্শ নিয়েই সে স্থানগুলো নির্ধারণ করা হবে।
তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এবং দেশের তথ্য প্রযুক্তির উন্নয়নের জন্য আগামী এক বছরের মধ্যে জেলা পর্যায়ে, দুই বছরের মধ্যে উপজেলা এবং চার বছরের মধ্যে ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার সংযোগ এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চত করা হবে।
আগামী মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ কর্মসূচি শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কয়েকটি ব্যাংক তাদের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এ সহযোগিতার কথা বলেছে। ৫০০ বা এক হাজার টাকা মাসিক কিস্তি দিয়ে শিক্ষার্থীরা এ সুবিধা পাবে।
আন্তঃবিশ্ববিদ্যালয় বিশেষ ইন্টারনেট সংযোগ এবং গবেষণাধর্মী শিক্ষার উপর গুরুত্ব দেয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মামুন অর রশীদ।
ডিজিটাল শিক্ষা ব্যবস্থার বিভিন্ন রূপরেখা সম্পর্কে প্রাথমিক আলোচনা করেন ফিউচার সলিউশান ফর বিজনেস এর প্রতিনিধি সাদিয়া আহসান সেজুতি।
বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাকে আরো বেশি শক্তিশালী করার জন্য ‘সিআরআই’ এর একটি উদ্যোগের নাম ‘পলিসি ক্যাফে’।