659
Published on ফেব্রুয়ারি 23, 2014
প্রধানমন্ত্রী বিকেলে ফলক উন্মোচন করে স্টেডিয়ামের উদ্বোধনের পর দেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের পাশে ৪৯ একর জমিতে নির্মিত এ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক সঙ্গে ১ লাখ দর্শক ক্রিকেট খেলা দেখতে পারবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও দেশের অন্যতম স্পোর্টস ক্লাব আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামালের নামে প্রতিষ্ঠত এ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান খেলার মাঠের বাইরে তিনটি অনুশীলন মাঠও রয়েছে।
কর্মকর্তারা জানান, আধুনিক প্যাভেলিয়ন, সীমান প্রাচীর ও খেলার মাঠের উন্নয়ন করাসহ এ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয়েছে মোট ২৩ কোটি টাকা।
তারা বলেন, পরে এ স্টেডিয়ামে দর্শক গ্যালারি নির্মাণ ও ফ্লাড লাইট স্থাপন করা হবে।
কক্সবাজার পর্যটন গল্ফ কোর্স সংলগ্ন জমিতে চারদিকে সবুজ বেষ্টনীর মধ্যে নির্মিত এ স্টেডিয়ামটি বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম।
প্রধানমন্ত্রী কক্সবাজার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়েরও ফলক উন্মোচন করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল, জাতীয় ক্রিকেটার মমিনুল ইসলাম এবং স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।