আইসিসি ওয়ার্ল্ড টি-২০ টুর্নামেন্ট সফল করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী

484

Published on ফেব্রুয়ারি 15, 2014
  • Details Image


টুর্নামেন্ট সফল করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি মহল অপপ্রচার চালাতে পারে। কিন্তু সে অপপ্রচার মোকাবেলার ক্ষমতা বাংলাদেশের মানুষের আছে। দেশের মানুষ এবং দর্শক আমাদের বড় শক্তি।
তিনি আজ সন্ধ্যায় গণভবনে আইসিসি ওয়ার্ল্ড টুয়েন্টি-২০ বাংলাদেশ ২০১৪-এর জাতীয় সাংগঠনিক কমিটি (উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি) এবং অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ন কমিটির যৌথসভায় বক্তব্য রাখছিলেন।
টি-২০ টুর্নামেন্টের উপদেষ্টা কমিটির প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় টুর্নামেন্টের কার্যনির্বাহী কমিটির প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডাক ও টেলিযোগ এবং প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, তিন বাহিনীর প্রধানগণ, মন্ত্রিবর্গ, জাতীয় কমিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতে সফলভাবে আমরা অনেক টুর্নামেন্ট আয়োজন করেছি। বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা থাকার পরও এ সমস্ত টুর্নামেন্ট আমরা সফলভাবে করতে পেরেছি।’ তিনি বলেন, তাঁর সরকার খেলাধুলাকে গুরুত্ব দেয়। কারণ, খেলাধুলার মাধ্যমে দেশের যুবক শ্রেণীর মন ও মননের বিকাশ ঘটে এবং বাংলাদেশ বিশ্বে পরিচিতি পায়।
বীরেন শিকদার বলেন, এই টুর্নামেন্টকে সফল করতে বিভিন্ন স্টেডিয়ামের সংস্কারের জন্য ইতোমধ্যে ১১৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অন্যান্য জরুরি কিছু কাজ আগামী ১৩ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই শেষ হবে।
আগামী ১৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে মোট ২৬টি টিম অংশগ্রহণ করবে। এর মধ্যে পুরুষদের ১৬টি এবং মেয়েদের ১০টি। ছেলেদের সর্বমোট ম্যাচ হবে ৩৫টি এবং মেয়েরা খেলবে ২৭টি ম্যাচে।
ছেলেদের ১৬টি দল হচ্ছে- স্বাগতিক বাংলাদেশ, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তন, নেপাল, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ড।
মেয়েদের ১০টি টিম হচ্ছে- বাংলাদেশ, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, ইংল্যন্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
যেসব স্টেডিয়ামে খেলা আনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্রগ্রাম, সিলেট বিভাগীয় স্টেডিয়াম, খানসাহেব এম ওসমান আলী স্টেডিয়াম ফতুল্লা, সাভারের বিকেএসপি এবং এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম।
সুত্রঃ বাসস

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত