আওয়ামী লীগ বেশি জনপ্রিয় রাজনৈতিক দল; নির্বাচন কমিশনের তথ্য সঠিকঃ নিরপেক্ষ জরিপে প্রকাশ

1022

Published on ফেব্রুয়ারি 2, 2014
  • Details Image


৪৩ শতাংশ ভোটার বলেছেন বিএনপি নির্বাচনে আসলেও তারা আওয়ামী লীগের পক্ষেই রায় দিতেন। অন্যদিকে ৩৫ শতাংশ ভোটার বিএনপিকেই বেছে নিতেন। শহরাঞ্চলের ৪১ শতাংশ ভোটার আওয়ামী লীগের পক্ষে এবং ৩০ শতাংশ ভোটার বিএনপির পক্ষে রায় দিতেন বলে জানিয়েছেন। গ্রামাঞ্চলে এই হার যথাক্রমে ৪৩ শতাংশ ও ৩৭ শতাংশ।
নির্বাচন কমিশনের প্রদত্ত পরিসংখ্যান সঠিক বলে রায় দিচ্ছে এই জরিপ। এখানে দেখা যায় ৪১ শতাংশ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন। যদি নির্বাচনকালীন সময়ে বিএনপি-জামাত সহিংসতার আশ্রয় না নিত তাহলে আরও বেশি ভোট পড়ত বলে জরিপে দেখা যায়। জরিপের ৭৩ শতাংশ অংশগ্রহণকারী বলছে , তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোট দেবার মধ্য দিয়ে।
প্রসঙ্গত, নির্বাচনের পর ১১ থকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত জরিপে ১৫০০ জন অংশ নেন এবং এতে আর্ন্তজাতিক মান মেনে জরিপ করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত