তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শেখ হাসিনা

1253

Published on জানুয়ারি 12, 2014
  • Details Image

রাষ্ট্রপতি আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা এবং তাঁর নতুন মন্ত্রীদের দায়িত্ব পালন ও গোপনীয়তা বজায় রাখা সংক্রান্ত শপথ বাক্য পাঠ করান। এরপর শেখ হাসিনা দায়িত্ব পালন ও গোপনীয়তা বজায় রাখা সংক্রান্ত শপথনামায় স্বাক্ষর করেন। 

শপথ গ্রহণকারী মন্ত্রীরা হচ্ছেন- আবুল-মাল আবদুল মুহিত, আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, সৈয়দ আশরাফুল ইসলাম, রাশেদ খান মেনন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শাজাহান খান, মো. মুজিবুল হক, মোহাম্মদ নাসিম, সৈয়দ মহসিন আলী, আনোয়ার হোসেন মঞ্জু, নূরুল ইসলাম নাহিদ, আনিসুল হক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এ এইচ এম মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান নূর, শামসুর রহমান শরীফ, এডভোকেট কামরুল ইসলাম, এ কে এম মোজাম্মেল হক, সাঈদুল হক ও এমাজউদ্দিন প্রামাণিক। 

প্রতিমন্ত্রীরা হচ্ছেন মো. মুজিবুল হক (চুন্নু), ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর, আসাদুজ্জামান খান, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ইসমত আরা সাদেক, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহেদ মালেক, নারয়ণ চন্দ্র চন্দ, বীরেণ শিকদার, নসরুল হামিদ বিপু ও জুনায়েদ আহমেদ পলক। 

দুজন উপ-মন্ত্রী হচ্ছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আরিফ খান জয়। 

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ, সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতিগণ, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের সদস্য, সাংবাদিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তি বঙ্গভবনের জনাকীর্ণ দরবার হলে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং পুত্র সজিব ওয়াজেদ জয়ও উপস্থিত ছিলেন।

বেলা তিনটায় শেখ হাসিনা দরবার হলে প্রবেশ করার সাথে সাথে সবাই তাঁকে দাঁড়িয়ে অভিনন্দন জানান। কয়েক মিনিট পর রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করেন। বেলা ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেন। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 

শেখ হাসিনা প্রথমে জাতীয় সংবিধান এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সংরক্ষণ ও রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে শপথ গ্রহণ করেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূঁইয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। 

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনের সংসদে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করেছে। এ নির্বাচনে জাতীয় পার্টি ৩২টি আসন লাভ করে। 

বঙ্গভবন থেকে ফেরার পথে নতুন প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য লাখো মানুষ রাজউক এভিনিউ এবং বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে সমবেত হয়। 

এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে স্লোগান দিতে দিতে হাজার হাজার লোক রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসে এখানে সমবেত হয়।

 

ঢাকা, জানুয়ারী ১২, ২০১৩

জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাঁর ৪৮ সদস্যের মন্ত্রিসভায় ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং ২ জন উপমন্ত্রী রয়েছেন। 
রাষ্ট্রপতি আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা এবং তাঁর নতুন মন্ত্রীদের দায়িত্ব পালন ও গোপনীয়তা বজায় রাখা সংক্রান্ত শপথ বাক্য পাঠ করান। এরপর শেখ হাসিনা দায়িত্ব পালন ও গোপনীয়তা বজায় রাখা সংক্রান্ত শপথনামায় স্বাক্ষর করেন। 
শপথ গ্রহণকারী মন্ত্রীরা হচ্ছেন- আবুল-মাল আবদুল মুহিত, আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, সৈয়দ আশরাফুল ইসলাম, রাশেদ খান মেনন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শাজাহান খান, মো. মুজিবুল হক, মোহাম্মদ নাসিম, সৈয়দ মহসিন আলী, আনোয়ার হোসেন মঞ্জু, নূরুল ইসলাম নাহিদ, আনিসুল হক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এ এইচ এম মোস্তফা কামাল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান নূর, শামসুর রহমান শরীফ, এডভোকেট কামরুল ইসলাম, এ কে এম মোজাম্মেল হক, সাঈদুল হক ও এমাজউদ্দিন প্রামাণিক। 
প্রতিমন্ত্রীরা হচ্ছেন মো. মুজিবুল হক (চুন্নু), ইয়াফেস ওসমান, এম এ মান্নান, মির্জা আজম, প্রমোদ মানকিন, বীর বাহাদুর, আসাদুজ্জামান খান, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ইসমত আরা সাদেক, মশিউর রহমান রাঙ্গা, শাহরিয়ার আলম, জাহেদ মালেক, নারয়ণ চন্দ্র চন্দ, বীরেণ শিকদার, নসরুল হামিদ বিপু ও জুনায়েদ আহমেদ পলক। 
দুজন উপ-মন্ত্রী হচ্ছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও আরিফ খান জয়। 
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ, সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতিগণ, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের সদস্য, সাংবাদিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তি বঙ্গভবনের জনাকীর্ণ দরবার হলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং পুত্র সজিব ওয়াজেদ জয়ও উপস্থিত ছিলেন।
বেলা তিনটায় শেখ হাসিনা দরবার হলে প্রবেশ করার সাথে সাথে সবাই তাঁকে দাঁড়িয়ে অভিনন্দন জানান। কয়েক মিনিট পর রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করেন। বেলা ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেন। 
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। 
শেখ হাসিনা প্রথমে জাতীয় সংবিধান এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সংরক্ষণ ও রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে শপথ গ্রহণ করেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূঁইয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। 
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনের সংসদে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করেছে। এ নির্বাচনে জাতীয় পার্টি ৩২টি আসন লাভ করে। 
বঙ্গভবন থেকে ফেরার পথে নতুন প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য লাখো মানুষ রাজউক এভিনিউ এবং বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে সমবেত হয়। 
এর আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে স্লোগান দিতে দিতে হাজার হাজার লোক রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসে এখানে সমবেত হয়।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত