বই বিতরণ উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

654

Published on জানুয়ারি 1, 2014
  • Details Image


প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে একসেট বই তুলে দেন নির্বাচঙ্কালীন সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ বছর চার কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর হাতে ৩১ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৫২৬টি বই এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
বৃহস্পতিবার দেশের সব স্কুলে উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে যাবে এসব বই।
এর মধ্যে তিন কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৬৭২ শিক্ষার্থীর হাতে ২৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৯৩৮টি বিনামূল্যেরে পাঠ্যবই এবং প্রাক-প্রামমিক স্তরের ৬০ লাখ ১৬ হাজার ৫১৯ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের এক কোটি ৮০ লাখ ৪৯ হাজার ৫৮৮টি শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে। গত চার বছরে ১২৪ কোটি বই বিতরণ করা হয়েছে।

পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “আগামীতে ছোট নোটবুক দিয়ে দেব, যেন তাতে সবই থাকে। ভবিষ্যতে ডিজিটাল বই দেয়া হবে।”
তিনি বলেন, এ বছর সময়মতো বই দেয়া যাবে কিনা, পৌঁছানো সম্ভব হবে কি না- তা নিয়ে অনেকে ‘সন্দিহান’ ছিলেন। শিক্ষার্থীদের হাতে বেশি বই তুলে না দিয়ে যুগের সঙ্গে তাল মিলয়ে বিষয় নির্দিষ্ট করতেও এনসিটিবি কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ৩ কোটি ৮৬ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের তরুণরা যাতে আউট সোর্সিংয়ে দক্ষ হয়ে উঠতে পারে- সে ব্যবস্থা করার পরিকল্পনাও তার রয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন এ অনুষ্ঠানে বক্তব্য দেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম ও মশিউর রহমান ছাড়াও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী পরে গণভবনের বাগানে শিশু শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত