রেড ক্রসের বাংলাদেশ প্রধানের সাথে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

579

Published on ডিসেম্বর 10, 2013
  • Details Image


তিনি বলেন, রেডক্রস প্রধান ১৯৭১ সাল থেকে বাংলাদেশে মানবহিতৈষী আন্তর্জাতিক আইন বাস্তবায়ন এবং প্রাকৃতিক দুর্যোগ বা অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনসহ সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। স্বাধীনতার পর রেডক্রসকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সহায়তার কথা গভীর কৃতজ্ঞতার সংগে স্মরণ করে কিপোল্লা বলেন, সেদিনের সরকার সেসময় তাদের ব্যাপক সহায়তা করেছেন।
তিনি মুক্তিযুদ্ধে সংস্থার তৎপরতা এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডের দুর্লভ কিছু ছবি ও ডকুমেন্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
মিস ক্রিস্টিন রেডক্রসকে অব্যাহত সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকায় রেডক্রস ডেলিগেশন স্থাপনের জন্য ২০১০ সালে বাংলদেশ সরকার ও রেডক্রসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
জবাবে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব ছবি ও ডকুমেন্ট আগামী প্রজন্মকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করবে। তিনি বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অব্যাহত সহায়তার জন্য রেডক্রসকে ধন্যবাদ জানান। এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়া উদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উদ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত