520
Published on ডিসেম্বর 7, 2013
প্রায় দুই ঘন্টা স্থায়ী এই বৈঠক শেষে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতকে আশ্বস্ত করেছেন যে, নির্বাচনে সকল দলকে আনার ব্যাপারে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে। গওহর রিজভী বলেন, তারানকো তার এই সফরে প্রধানমন্ত্রীর জন্য জাতিসংঘ মহাসচিবের একটি বিশেষ বার্তা নিয়ে এনেছেন। বৈঠকের শুরুতে তিনি তা হস্তান্তর করেন। উপদেষ্টা বলেন, ‘বার্তায় বলা হয়, জাতিসংঘ গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণ ও উন্নয়নের প্রক্রিয়ায় বাংলাদেশের অব্যাহত ভূমিকা দেখতে চায়।’ তিনি বলেন, জাতিসংঘ রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়।
গওহর রিজভী বলেন, জাতিসংঘ সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে এবং সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিতপূর্বক নির্বাচন চায়। তবে তারা তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করে না। প্রধানমন্ত্রী জাতিসংঘ কর্মকর্তাকে আশ্বাস দেন যে, নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির লক্ষ্যে যে কোন সিদ্ধান্ত নিতে পারে। নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার ক্ষমতা সরকারের নেই। গওহর রিজভী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচন প্রশ্নে মতৈক্যে পৌঁছানোর জন্য সংসদ এবং সংসদের বাইরে সংলাপে বসার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি তার বারংবার আহ্বানের কথা তারানকোকে অবহিত করেন। গওহর রিজভী বলেন, তারানকো সংবিধান সমুন্নত রাখার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এই পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে আলোচনার কোন প্রয়োজন নেই।
জাতিসংঘ মহাসচিবের বিশেষ বার্তা সম্পর্কে রিজভী বলেন, বার্তায় মহাসচিব বাংলাদেশকে উন্নয়ন, গণতন্ত্র ও বহুজাতিক সমাজের ক্ষেত্রে অন্যান্য বিশ্বের জন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।