546
Published on ডিসেম্বর 2, 2013
চলমান রাজনৈতিক সঙ্কটে উদ্বিগ্ন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারা পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও দেখা করতে যান। তবে তার দেখা না পেয়ে কার্যালয়ে স্মারকলিপি দিয়ে আসেন তারা।
রাজনৈতিক সংঘাতে তৈরি পোশাক শিল্পকে ক্ষতির হাত থেকে রক্ষার আহ্বান জানিয়ে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ব্যবসায়ী প্রতিনিধি দল। সেখানে চলমান রাজনৈতিক অবস্থা নিয়েও আলোচনা হয়। এফবিসিসিআই সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, “বিরোধীদলীয় নেত্রীকে টেলিফোন করে সংলাপের আহ্বান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। “কিন্তু, বিরোধী দল সরকার প্রধানের উদ্যোগে কোনো সাড়া দেয়নি বলে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচনে যেতেই হচ্ছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।”
সরকার প্রধানের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারা চলমান সংঘাতের কারণে কারখানা বন্ধ করে দেয়ার ইচ্ছার কথা প্রধানমন্ত্রীকে বলেছিলেন। “প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, ‘বন্ধ করবেন না। আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে’,” বলেন তিনি। আতিকুল ইসলাম বলেন, “হরতাল অবরোধের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি এই কর্মসূচি আহ্বান করেননি। বিরোধীদলীয় নেত্রীকে এ বিষয়ে বোঝাতে বলেছেন।”
নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মুখোমুখি অবস্থানে সংঘাত চলছে দেশে। বিরোধী দলের অবরোধ-হরতালের কারণে রপ্তানি পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। বিজিএমইএ সভাপতি বলেন, “আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।”
স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার অগ্নিসংযোগের সঙ্গে জড়িতেদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার অনুরোধও জানিয়েছেন ব্যবসায়ীরা।
“প্রধানমন্ত্রী আমাদের শিল্পের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। সময় মতো শিপমেন্টের জন্য বিমান এবং হেলিকপ্টার ব্যবহারের সুযোগ দেয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী,” বলেন সালাম মুর্শেদী।