কম্বোডিয়ার রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়ক হচ্ছে

2869

Published on ফেব্রুয়ারি 20, 2020
  • Details Image

কম্বোডিয়ার রাজধানী নমপেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়ক হচ্ছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক হুন সেন বঙ্গবন্ধু স্মরণে এ নামকরণের উদ্যোগ নিয়েছেন। মুজিববর্ষকে সামনে রেখে মার্চে এর উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশের বারিধারার কূটনৈতিক এলাকার ‘পার্ক রোড’টির নামও কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে করা হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করা হবে। কম্বোডিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ উপলক্ষে বাংলাদেশে আসবেন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কম্বোডিয়ার প্রয়াত ফাদার কিং নরোদম সিহানুকের সাক্ষাতের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সূচনা হয়। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়া সফর করেন। ২০১৪ সালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক হুন সেন ঢাকা সফর করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত