করোনাকালে নাটোর-২ আসনের মানুষের পাশে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

588

Published on জুলাই 19, 2021
  • Details Image

নাটোর সদর উপজেলায় কর্মহীন হয়ে পড়া শত শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের পাশে আছেন স্থানীয় সাংসদ নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে নাটোর সদর উপজেলার নাটোর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষের মাঝে হস্তান্তরকৃত খাদ্য সহায়তার প্রতি প্যাকেটে দেওয়া হয়েছে ১০ কেজি চাল, আধা কেজি মসুরের ডাল, দুই কেজি আলু, এক কেজি করে লবণ ও পেঁয়াজ এবং এক লিটার সয়াবিন তেল।

এমপি শিমুল বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মানবিক সরকার সব সময় অসহায় মানুষের পাশে থাকবে। যেকোনো মানুষের খাদ্য সংকট মোকাবিলা এবং করোনা সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসা সেবা প্রদানে আমরা তাদের পাশে থাকবো।

করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় নাটোর সদর হাসপাতালে আরো ৬০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মঙ্গলবার (২২ জুন) দুপুরের দিকে হাসপাতালটির কর্তৃপক্ষের কাছে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন তিনি।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে নাটোরে হিজড়া জনগোষ্ঠীর ১২০ জনের হাতে তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ। আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দিন আল-ওয়াদুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়মত টিকা দানের ব্যবস্থা, হাসপাতালে চিকিৎসা সেবার পরিধি বাড়ানোসহ জেলা পর্যায়ে পর্যাপ্ত খাবার ও অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। সরকার বিভিন্ন পেশাজীবীদের মাঝে অনুদানও প্রদান করছে। যে কোন জনগোষ্ঠীর খাদ্য ও চিকিৎসা সেবার প্রয়োজন হলে সরকারের প্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধি এবং প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বক্তারা।

এদিকে নাটোরের নলডাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করলেন নাটোর-নলডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে মানবিক সহায়তা বিতরণ করা হয়।

এসময় মাধনগরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত নাপিত, চা বিক্রেতা ও অসহায় ১৪৫ জনের মাঝে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়। এছাড়াও মরণ ব্যধী ক্যান্সার রোগে আক্রান্ত ৩৩ জনকে প্রত্যেকের মধ্যে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। শারিরীক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৯ টি হুইল চেয়ার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুস্থ্য মহিলাদের মাঝে ২৭ টি সেলাই মেশিন বিতরণ করেন সাংসদ শফিকুল ইসলাম শিমুল।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর, পৌরমেয়র মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার প্রমুখ। এছাড়া উনুষ্ঠানে নাটোর ও নলডাঙ্গা উপজেলার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তিনি চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় গণসচেতনতা বৃদ্ধি ও জনগনের মাঝে সাস্থ্য সুরক্ষা মাস্কসহ নানা সুরক্ষা সামগ্রী বিতরন চলমান রেখেছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত