খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে সবুজের হাতছানি

ড. শামসুল আলমঃ পদ্মার শাখা বড়াল নদ রাজশাহী জেলার চারঘাট উপজেলায় উত্পন্ন হয়ে নাটোরের চলনবিল দিয়ে প্রবাহিত হয়ে সিরাজগঞ্জের হূরাসাগরে পড়েছে। এ নদীর মোট দৈর্ঘ্য ১৪২ কিমি যার মধ্যে নাটোর অংশে রয়েছে ৭১ কিমি। বড়াল নদ ব্যবস্থাপনার কাজটি শুরু হয় ১৯৮২-৮৩ সালে দুটি বন্যা নিয়ন্ত্রণ রেগুলেটরের মাধ্যমে। পরে ১৯৯৪-৯৫ ও ২০০২-০৩ সময়ে বাপাউবো কর্তৃক ‘বড়াল বেসিন উন্নয়ন প্রক...