রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সভা ও দোয়া মাহফিল

1492

Published on আগস্ট 21, 2021
  • Details Image

রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে রক্তাক্ত একুশ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নিন্দা জ্ঞাপন-প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে ও সফলতার সাথে সম্পন্ন হয়েছে। 

স্বাস্থ্য-সুরক্ষাবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে রক্তাক্ত একুশ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নিন্দা জ্ঞাপন-প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে ও সফলতার সাথে সম্পন্ন হয়। আজকের আয়োজিত সভা রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা'র সার্বিক সুদক্ষ সঞ্চালনায় অত্যন্ত সফলভাবে সুসম্পন্ন হয়। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রেজওয়ানুল হক পিনু মোল্লা এবং পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবত গীতা থেকে পাঠ করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার। অতঃপর একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আজকের দিনের প্রতিপাদ্য তুলে ধরে শুরুতে প্রারম্ভিক বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। অতঃপর আজকের সভায় বক্তৃতা রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সন্মানিত নেতৃবৃন্দের মধ্য থেকে প্রফেসর ড. পি.এম শফি, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ মতিউর রহমান এবং প্রফেসর ডাঃ এস. আর. তরফদার। রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সন্মানিত নেতৃবৃন্দের সহ-সভাপতি মন্ডলীর মধ্য থেকে বক্তৃতা রাখেন এ্যাড ইব্রাহিম হোসেন, অধ্যক্ষ এস.এম. একরামুল হক, আমজাদ হোসেন নবাব, এ্যাড. মোঃ শরিফুল ইসলাম শরিফ এবং এ্যাড. আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু । যুগ্ম সাধারণ সম্পাদক মন্ডলীর মধ্য থেকে বক্তৃতা রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, পবা-মোহনপুর আসনের মাননীয় এমপি আলহাজ্ব এ্যাড. মোঃ আয়েন উদ্দিন এবং অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল। সাংগঠনিক সম্পাদক মন্ডলীর মধ্যে বক্তৃতা রাখেন এ.কে.এম আসাদুজ্জামান এবং মোঃ আলফোর রহমান, এছাড়াও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন্নেসা তালুকদার, মোবাইল ফোনে বক্তৃতা দান করেন জেলা আওয়ামী লীগের সদস্য বাগমারা আসনের মাননীয় এমপি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য সংরক্ষিত মহিলা আসনের মাননীয় এমপি এ্যাড. আদিবা আনজুম মিতা এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা'র দৌহিত্রী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিয়া জামান অর্ণা । জেলা পর্যায়ের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সন্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক মন্ডলীর মধ্য থেকে বক্তৃতা রাখেন কৃষক লীগ সভাপতি মোঃ রবিউল ইসলাম বাবু, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য মোসাঃ মর্জিনা পারভীন, জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল্লাহ্ খাঁন, জেলা যুবলীগ সভাপতি মোঃ আবু সালেহ এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. মিজানুর রহমান রানা। জেলাধীন সকল উপজেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি/সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদ ও পৌরসভা সমূহে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নির্বাচিত সন্মানিত চেয়ারম্যান এবং মেয়রগণের মধ্যে থেকে বক্তৃতা রাখেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফকরুল ইসলাম এবং মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ আব্দুস সালাম ।

এছাড়াও আমন্ত্রিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সন্মানিত উপদেষ্টা আলহাজ্ব মোঃ আব্দুর রহমান মোল্লা, মোঃ মইনুদ্দিন আহমেদ, অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম এবং মোঃ বদিউজ্জামান বদি চেয়ারম্যান। জাতীয় কমিটির সন্মানিত সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমানুল হাসান দুদু, মোঃ সাইফুল ইসলাম দুলাল, মোঃ শরীফ খাঁন এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ আব্দুস সামাদ মোল্লা, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, উপ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এজাজুল হক মানু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাস রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মেহবুব হাসান রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল করিম শিবলী, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. পূর্ণিমা ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক মামুনুর রশিদ সরকার মাসুদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাহবুব উল আলম মুক্তি, শ্রম সম্পাদক মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রায়হানুল হক রায়হান, নকিবুল ইসলাম নবাব, আনম অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, মোঃ আক্কাস আলী, অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু, শরীফুল ইসলাম,মোঃ আবু বক্কর, আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সদস্য তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আব্দুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশরহাট পৌরসভার মেয়র মোঃ শহীদুজ্জামান শহীদ, সদস্য সরদার জান মোহাম্মদ, মোঃ খাদেমুন নবী চৌধুরী, মোছাঃ নিলীমা বেগম, সুরঞ্জিত কুমার সরকার এবং জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. নাসরিন আক্তার মিতা । বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম রাব্বানী এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা নার্গিস শেলী এবং সাধারণ সম্পাদক মোছাঃ বিপাশা খাতুন, জেলা তাঁতী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মাইনুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ মাজদার রহমান মকুল, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, জেলা মোটর শ্রমিক লীগের সভাপতি মোঃ ফজলে রহিম খোকন প্রমুখ।

সবশেষে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রেজওয়ানুল হক পিনু মোল্লার দোয়া পরিচালনা অন্তে ভারপ্রাপ্ত সভাপতি আজকের সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বক্তৃতা দানকারী সকল নেতৃবৃন্দ তাঁদের বক্তৃতায় বলেন- ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেও ঘাতকেরা বসে থাকেনি। ২০০৪ সালে জামাত-বিএনপি জোট সরকারের আমলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করাই তাদের একমাত্র লক্ষ্য ছিল। কিন্ত নারীনেত্রী আইভি রহমান সহ ২৪ জন নিহত হলেও সৌভাগ্যবশতঃ প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। তাঁরা আরো বলেন, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। সুতরাং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান তাঁরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত