মোহাম্মদপুরে দুস্থদের মাঝে ঢাকা উত্তর যুবলীগের খাদ্য বিতরণ

568

Published on জুলাই 17, 2021
  • Details Image

রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় শুক্রবার (১৬ জুলাই) প্রায় এক হাজার অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লাট জামাল হোসেন জামিল।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতারের পর যুবলীগের আন্দোলনের কথা স্মরণ করেন। তিনি বলেন, ফখরুদ্দিন সরকার ১/১১ এর সময় মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে অবৈধভাবে গ্রেফতার করে। যুবলীগ তখন আওয়ামী লীগের সঙ্গে রাস্তায় আন্দোলন করে নেত্রীকে মুক্ত করতে বিশেষ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নেতৃত্বে সারাদেশে সংগঠনের নেতাকর্মীরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম। করোনার এই মহাসংকটে যুবলীগের নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে করোনা আক্রান্ত রোগীর সেবা করে যাচ্ছে। অসহায়-দুস্থদের ত্রাণ সহায়তা ও সাধারণ রোগীদের টেলিমেডিসিন সেবা দিচ্ছে যুবলীগ।

এসময় যুবলীগ সাধারণ সম্পাদক প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, যতদিন করোনা থাকবে ততদিন মানুষের পাশে থেকে সেবা দেবে যুবলীগ।

এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. মুক্তার হোসেন কামাল, যুবলীগ ঢাকা উত্তরের দফতর সম্পাদক কামরুজ্জামান কামরুলসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত