গাজীপুরে অসহায় রোগীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তার চেক দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

1424

Published on অক্টোবর 7, 2020
  • Details Image

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ক্যানসার, কিডনি, প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তার চেক দিয়েছেন। তিনি গতকাল দুপুরে গাজীপুরের জেলা প্রশাসনের নাটমন্দিরে এসব আর্থিক সহায়তা কর্মসূচির অনুদানের চেক রোগী ও তাদের স্বজনদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শরীফুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম আনোয়ারুল করিম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৮৫ জন গরিব ও অসহায় রোগীকে ৫০ হাজার টাকা করে ৪২ লাখ ৫০ হাজার টাকা এবং ৮০টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ২৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাসেল বলেছেন, করোনাভাইরাসের জন্য আমরা কোনোভাবে প্রস্তুত ছিলাম না। এ ধরনের রোগ আমাদের জাতির উপরে আসবে তা কখনো চিন্তাই করি নাই। এটি সারা বিশ^কে থমকে দিয়েছে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। তবে উন্নত বিশে^ যেভাবে মানুষ মৃত্যুবরণ করেছে সে তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে আমাদের দেশে মৃত্যু হার অনেক কম এবং সুস্থতার হার অনেক বেশি। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, মানুষকে সচেতন করা ও হাসপাতালে পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করার কারণে অন্য দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো রয়েছে।।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত