শিবচরে বন্যাদুর্গত ৫ হাজার পরিবারে চিফ হুইপের সহায়তা

1515

Published on আগস্ট 9, 2020
  • Details Image

মাদারীপুর জেলার শিবচরের বন্যা দূর্গত এলাকায় ৫ হাজার পরিবারে ত্রান বিতরণ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি। সোমবার(২৭ জুলাই) সকাল থেকে উপজেলার চরজানাজাত, কাঁঠালবাড়ী, বন্দরখোলা ও মাদবরেরচর এলাকার পানিবন্দি মানুষের মাঝে এ ত্রান বিতরণ করা হয়। ত্রান হিসেবে এসকল পরিবারে চাল, ডাল, ডিম, মুড়ি, চিরা, গুড়সহ শুকনো খাবার, শাড়ি ও লুঙ্গি দেয়া হয়।

চরজানাজাত ইউনিয়নে বন্যা ও নদী ভাঙন কবলিতদের মাঝে ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেন,'গত মার্চ মাস থেকে আমরা করোনা মোকাবিলা করে আসছি। এখন বন্যা ও নদী ভাঙন মোকাবিলা করছি।'

বিএনপির সমালোচনা করে চিফ হুইপ বলেন,'এই পাঁচ মাসে আওয়ামীলীগ ছাড়া অন্য দলের নেতাকর্মীদের কি আপনাদের পাশে দেখেছেন কখনো ? কেউ আসেনি। আজকে বিএনপি নেত্রী খালেদা জিয়া যদি জেলে থাকতো তাহলে তিনি বলতে পারতেন আমিতো জেলে, কি করে করোনা, বন্যা ও নদী ভাঙ্গনে মানুষের পাশে আমি যাবো? কিন্তু তিনি তো এখন জেলে না। তিনি তো তার বাসায় আছেন। একবারও কি তিনি করোনা, বন্যা অথবা নদী ভাঙ্গন মানুষের খোঁজ নিয়েছেন?'

তিনি আরো বলেন,' বিএনপি সব সময় চায় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে। তাই আপনাদেরকে মনে রাখতে হবে, যে মানুষ আপনাদের উপকার করবে, যে নেত্রী বিপদে আপনাদের পাশে থাকবে আপনাদেরও সেইভাবে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকতে হবে।'

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিমসহ অন্যরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত