ময়মনসিংহে ৩০০ ভাসমান পরিবার পেল খাদ্য সহায়তা

1348

Published on এপ্রিল 30, 2020
  • Details Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে মারণঘাতি করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে খাদ্য সংকটে থাকা বেদে, হিজরা, ভিক্ষুক, ছিন্নমূলসহ ৩০০ ভাসমান পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন। ২৯ এপ্রিল বুধবার বিকেলে পৌরসভা কার্যালয়ের সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জিআর প্রকল্পের অধিনে পৌর কর্তৃপক্ষ গত দুইদিনে করোনাভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে ঘরবন্দি কর্মহীন ৬০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বুধবার বিকালে তৃতীয় ধাবে পৌর শহরের ভাসমান বেদে, হিজরা, ভিক্ষুক, ছিন্নমূল মানুষসহ ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন বলেন, মহামারী করোনাভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে অন্য শ্রেণি-পেশার মানুষের মতো ভাসমান বেদে, হিজরা, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষগুলোও খাদ্য সংকটে পরেছে। আমাদের নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের নির্দেশে অসহায় এই পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়েছি। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আরো সহায়তা করা হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত