নাসিরনগরে বিভিন্ন মাদ্রাসায় ৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান দিয়েছেন সাংসদ

2176

Published on এপ্রিল 29, 2020
  • Details Image
  • Details Image

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে নগরীর শত শত কর্মহীন পরিবারের কাছে খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান পৌঁছে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনের সংসদ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। খাদ্য সহায়তার পাশাপাশি অন্যান্য সচেতনতা মুলক কাজেও এগিয়ে এসেছেন তিনি।

ইতিমধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে নাসিরনগর উপজেলার বিভিন্ন মাদ্রাসায় ৫৮টি চেকের মাধ্যমে ৬ লক্ষ ৮০ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করেন মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। তিনি বলেন মাদ্রাসার উন্নয়নের জন্য আমি সবসময় পাশে থাকব। তিনি আরো বলেন ইমাম ও হুজুরগণ হলেন সমাজের সম্মানিত মানুষ তাই করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য ওনাদের সহযোগিতা কামনা করছি। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. মোহাম্মদ রাফি উদ্দিন, এসিল্যান্ড তাহমিনা আক্তার সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে হতদরিদ্র পরিবারের হাতে খাবারসামগ্রী উপহার হিসেবে তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-০১ ( নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এসময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে করোনা ভাইরাস মোকাবিলায় হাসপাতালে কর্মরত সকলের আন্তরিকতায় সন্তুষ্টি প্রকাশ করেন। জরুরি ভিত্তিতে হাসপাতালের জন্য গাড়ি বরাদ্দ করায় ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনের সংসদ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সরকারী ত্রাণ সামগ্রী অভুক্তদের ঘরে ঘরে দ্রুত পৌঁছে যায় সে ব্যাপারে ত্রাণব্যবস্থাপনার সাথে সম্পৃক্তদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনের সংসদ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত