বাড়িতে তৈরি ইফতার বিতরণ করেছে যুবলীগ

2560

Published on এপ্রিল 27, 2020
  • Details Image

করোনাভাইরাস প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে শতাধিক পরিবাবকে বাড়িতে তৈরি ইফতার বিতরণ করলো বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

আওয়ামী যুবলীগের একদল কর্মী শনিবার বিকেলে রাজধানী ঢাকার শেওড়াপাড়া এলাকায় শতাধিক নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবাবের মাঝে বাড়িতে তৈরি ইফতার সামগ্রী বিতরণ ও নগদ সহায়তা প্রদান করে।

যুবলীগের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক মো. শামসুল আলম অনিক বলেন, ‘করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের দিক-নির্দেশনায় করোনার এ দুঃসময়ে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই কর্মসূচি”।

তিনি বলেন, “রমজানের প্রথম দিনে শতাধিক পরিবারের মাঝে বাড়ি থেকে তৈরি ইফতার বিতরণ ও নগদ সহায়তা প্রদান করার উদ্যেগ নেয়া হয়”।

এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার চৌধুরী কামাল, যুবলীগের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক মো. শামসুল আলম অনিক, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আলাউল ইসলাম সৈকত, ২৫ নং ওয়ার্ড তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম ইয়াসিন তরুন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এ এইচ এম মাহবুব অলি গনি সোহেল, ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সম্পাদক এস এম জাভেদ হোসেন লাভলু, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সফিউল আলম প্রধান কমল, ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আজিজুর রহমান, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, শেখ সালেহ উদ্দিন ড্যানিয়েল, জাহিদুল হাসান, ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম আই এস ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ড. আকরাম হোসাইন মিথুন, ভূতত্ত্ব বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোস্তাফিজুর রহমান, ফার্মেসি বিভাগের শিক্ষক ড. রায়হান সরকার রিজভী এবং মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ইব্রাহিম মিয়া।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত